‘রাহুল গান্ধী ভয় দেখাচ্ছে মানুষকে’, দাবি বিজেপি নেতার

'রাহুল গান্ধী কখনও একজন সৎ নেতা ছিলেন না'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
CR Kesavanq2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে ফের শুরু চর্চা। এই সম্পর্কে বিজেপি নেতা সিআর কেশবন বলেন, "রাহুল গান্ধী কখনও একজন সৎ নেতা ছিলেন না। বিপরীতে, তিনি একজন বিভ্রান্তিকর, একজন অভ্যাসগত মিথ্যাবাদী। বিহার নির্বাচনে হতাশাজনক ব্যর্থতার ভয়ই কংগ্রেস ও রাহুল গান্ধীকে বিচলিত করে তুলেছে। বেআইনিভাবে নির্বাচন কমিশনের সততাকে হেয় করার চেষ্টা করছে। রাহুল গান্ধীর মরিয়া ভয় দেখানোর কৌশল এবং ভয় দেখানো সফল হবে না"।

CR Kesavan h1.jpg