BREAKING: ২২ মিনিটে প্রতিশোধ ! এবার গর্জে উঠলেন হেভিওয়েট বিজেপি নেতা

কি বললেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : এবার সন্ত্রাসবাদ প্রসঙ্গে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ। তিনি বলেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ ও বিশ্বের সামনে এটা প্রমাণ করেছেন যে, যখন সিঁদুর বারুদে পরিণত হয়, তখন ২২ এপ্রিলের সন্ত্রাসবাদী ঘটনার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নেওয়া যায়। ভারত এখন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সন্ত্রাসবাদী, তাদের মদতদাতা ও সেই মদতদাতার সরকার,তিনজনকেই ভারত এখন থেকে এক চোখেই দেখবে, এবং এদের উপযুক্ত জবাব অবশ্যই দেবে।”

tarun chughh.jpg