নিজস্ব সংবাদদাতা : এবার জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা-র সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে গর্জে উঠলেন বিজেপি নেতা তরুণ চুঘ। তিনি বলেন,''কংগ্রেস এখন পাকিস্তানের নানান মন্ত্রী ও মিডিয়ার ভাষায় কথা বলছে। পাকিস্তানের মন্ত্রী ও মিডিয়ার হয়ে আইএসআই (ISI) স্ক্রিপ্ট লেখার কাজ করে। দুর্ভাগ্যজনকভাবে, জম্মু-কাশ্মীর কংগ্রেস সভাপতি এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও ঠিক একই ভাষায় কথা বলছেন।"
/anm-bengali/media/media_files/jwarc0qMi9sIWOrz6y59.jpg)
এরপর তিনি বলেন,''মোদি সরকারের সন্ত্রাস নীতি একেবারেই স্পষ্ট, সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না। যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, তাদের কঠিন শাস্তি হবেই।''
#WATCH | Delhi | On recent statements by J&K Congress chief Tariq Hameed Karra, BJP National General Secretary Tarun Chugh says, "Congress speaks the language of Pakistan government ministers and media... Pakistan's language is scripted by the ISI. It is unfortunate that J&K… pic.twitter.com/e4UCr1Ndmh
— ANI (@ANI) April 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us