BREAKING : কংগ্রেসের হয়ে স্ক্রিপ্ট লিখছে পাকিস্তানের আইএসআই (ISI) ? এ কি বলে ফেললেন বিজেপি নেতা তরুণ চুঘ

কংগ্রেস সম্পর্কে কেন এই কথা বললেন বিজেপি নেতা তরুণ চুঘ ?

author-image
Debjit Biswas
New Update
tarun chugh

নিজস্ব সংবাদদাতা : এবার জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা-র সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে গর্জে উঠলেন বিজেপি নেতা তরুণ চুঘ। তিনি বলেন,''কংগ্রেস এখন পাকিস্তানের নানান মন্ত্রী ও মিডিয়ার ভাষায় কথা বলছে। পাকিস্তানের মন্ত্রী ও মিডিয়ার হয়ে  আইএসআই (ISI) স্ক্রিপ্ট লেখার কাজ করে। দুর্ভাগ্যজনকভাবে, জম্মু-কাশ্মীর কংগ্রেস সভাপতি এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও ঠিক  একই ভাষায় কথা বলছেন।"

Tarun Chughaq1.jpg

এরপর তিনি বলেন,''মোদি সরকারের সন্ত্রাস নীতি একেবারেই স্পষ্ট, সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না। যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, তাদের কঠিন শাস্তি হবেই।''