জিন্নাহর ভূমিকা নিয়েছেন মমতা ! এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ করলেন বিজেপি নেতা তরুণ চুঘ

মমতা ব্যানার্জিকে কার সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা তরুণ চুঘ ?

author-image
Debjit Biswas
New Update
angry mamata banerjee

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের হিংসার ঘটনায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। দেশের প্রতিটি অংশ থেকেই কড়া ভাষায় নিন্দা জানানো হচ্ছে, এই হিংসার ঘটনাকে কেন্দ্র করে। এই হিংসার নিন্দা করছেন দেশের তাবড় তাবড় রাজনীতিবিদ। তুমুল সমালোচনা হচ্ছে শাসকদল তৃণমূলের। আর এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা তরুণ চুঘ।

tarun chughh.jpg

তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঠিক যেন আজকের দিনের আধুনিক জিন্নাহর মতো। আর ওনার দল ঠিক যেন মুসলিম লিগের মতো কাজ করছে। ১৯৪০-এর দশকে যেমন হিংসা হয়েছিল, আজকের ঘটনাগুলিও ঠিক তেমনই।”