/anm-bengali/media/media_files/2025/12/10/screenshot-2025-12-10-pm-2025-12-10-22-18-15.png)
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে বিজেপির জাতীয় মুখপাত্র ও সাংসদ সুধাংশু ত্রিবেদী কংগ্রেসের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও ভারতের বৈশ্বিক প্রভাব দেখে কংগ্রেসের হতাশা আরও নিচে নেমে যাচ্ছে। আজ কংগ্রেস প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফর নিয়ে হাস্যকর ও নিন্দনীয় টুইট করেছে।”
/anm-bengali/media/post_attachments/f6e13ad7-73f.png)
তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে তা দায়িত্বপূর্ণ সরকারি সফর, কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিদেশ যাত্রা প্রায়ই অস্পষ্ট থাকে ও পরে মিডিয়ায় ছবি প্রকাশ পায়। ত্রিবেদী আরও বলেন, “দেশের বহু প্রধানমন্ত্রী বিদেশ সফর করেছেন। কিন্তু রাহুল গান্ধীর মতো এত বিদেশ সফর আর কোনো বিরোধী দলনেতা করেছেন কি? সংসদ অধিবেশন শেষ হলেই বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন।”
তিনি অভিযোগ করেন, বিদেশে গিয়ে রাহুল গান্ধী "ভারতকে বদনাম" করেন, যা অতীতের কোনো বিরোধী নেতা করেননি বলে দাবি বিজেপি নেতার।
#WATCH | Delhi: BJP National Spokesperson and MP Sudhanshu Trivedi says, "...Seeing PM's grand personality and India's global impact, Congress party's disappointment and frustration can be seen dipping towards new lows. Congress party posted a hilarious and condemnable tweet… pic.twitter.com/BhNwDbcXcz
— ANI (@ANI) December 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us