BREAKING : পাকিস্তানকে নির্দোষ প্রমানে ব্যস্ত কংগ্রেস ? ফের গর্জে উঠলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা

পাকিস্তনে প্রসঙ্গে ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা।

author-image
Debjit Biswas
New Update
shehjad rahus.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন,''কংগ্রেস নেতারা এখন পহেলগাঁও হামলা প্রসঙ্গে পাকিস্তানকে ক্লিন চিট দিতে ব্যস্ত। আজ কংগ্রেস নেতা বিজয় ওয়াডেট্টিওয়ার নিজেই বলছেন এই ঘটনার জন্য কেন্দ্র সরকার দায়ী,পাকিস্তান নয়।"

SHEHJAD POONAWALAA.jpg

এরপর তিনি বলেন,''সর্বদলীয় বৈঠকে কংগ্রেস পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করলেও, পরে তারা আবার তাদের বক্তব্য বদলে দেয়, আর পাকিস্তানকে ক্লিন চিট দিতে থাকে।''