নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলার পিছনে এক বড় ধরণের ষড়যন্ত্র দেখছেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। আজ এই বিষয়েই বেশকিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। তিনি বলেন,''ধর্ম জিজ্ঞেস করে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এ এক বিদ্বেষমূলক হামলা। কিন্তু সকল ভারতবাসী ও ভারত সরকার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই সন্ত্রাস ও পাকিস্তানের বিরুদ্ধে লড়বে।"
/anm-bengali/media/media_files/ZKIrM8c7Y0xdfgNKCmL6.jpg)
এরপর তিনি বলেন,"পাকিস্তান ভয়ে কাঁপছে। একফোঁটা জলের জন্য ওরা হাহাকার করবে। পুরো বিশ্বের সামনে আজ পাকিস্তানের মুখোশ খুলে গেছে।"