New Update
/anm-bengali/media/media_files/QmI56okmA4GmJ5WlIxHg.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ঈদ-উল-আজহা কিংবা বকরি ঈদ, মুসলিম ধর্মের অন্যতম পবিত্র উৎসব। বকরি ঈদ দিয়েই শেষ হয় মুসলিম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ হজযাত্রা, এটি আত্মত্যাগের উৎসব, কুরবানির উৎসব। ফলে এদিন সকাল থেকে দেশের পাশাপাশি বিদেশেও নামাজ পাঠে ব্যস্ত মুসল্লিরা।
এদিন সকালে ঈদ-উল-আজহা উপলক্ষে নামাজ পাঠ করতে দেখা গেল বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনকে। বিহারের সুপলে নামাজ আদায় করলেন তিনি। তারপর সকল দেশবাসীকে ঈদ-উল-আজহা উপলক্ষে শুভেচ্ছা জানান শাহনওয়াজ হুসেন।
#WATCH | BJP leader Shahnawaz Hussain offers namaz in Bihar's Supaul, on the occasion of #EidAlAdhapic.twitter.com/hJcPzfQmMn
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us