বসানো হয়েছে ৩টি RDX ডিভাইস,৬টায় উড়ে যাবে বাড়ি ! ভয়ঙ্কর হুমকি পেলেন হেভিওয়েট বিজেপি নেতা

কোন বিজেপি নেতা পেলেন এই হুমকি ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : এক ভয়ঙ্কর বোমা হামলার হুমকি পেলেন তামিলনাড়ুর থুথুকুড়ি জেলার কোভিলপট্টির বিজেপি নেতা দীনেশ রোডি (Dinesh Rodie)। একটি ইমেইলের মারফত এই বোমা হামলার হুমকি পান তিনি। এই ইমেলটিতে দাবি করা হয়েছে যে, কোভিলপট্টিতে ৩টি আরডিএক্স (RDX) ডিভাইস বসানো হয়েছে। এই বোমাগুলি সন্ধ্যা ৬টার মধ্যে বিস্ফোরিত হবে।

Police

 এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তামিলনাড়ু পুলিশ তৎপর হয় এবং ইতিমধ্যেই সমগ্র এলাকা জুড়ে তদন্ত শুরু করা হয়েছে। বর্তমানে স্থানীয় পুলিশ এই হুমকির উৎস এবং এর সত্যতা যাচাই করার কাজে লেগে রয়েছে।