/anm-bengali/media/media_files/2025/03/28/2ghdPzXkaBJyOTX9ZTns.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অক্সফোর্ড বিশ্যবিদ্যালয়ের অন্তর্গত কেলগ কলেজে বক্তৃতা রাখার সময় এসএফআই সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। আরজি করের ঘটনা, রাজ্যে ঘটে চলা একের পর এক নাবালিকা ধর্ষণের মত ঘটনায় মুখ্যমন্ত্রী চুপ কেন প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী যদিও সবকটি প্রশ্নের উত্তর দেন দৃঢ় ভাবে। যা দেখে রীতিমতো হইচই পড়ে যায় কেলগ কলেজের অডিটোরিয়ামে। এবার সেই ঘটনা নিয়ে একের পর এক প্রতিক্রিয়া দিচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।
/anm-bengali/media/media_files/2025/03/17/o7XCwiwnJoLH0QvwEN0X.jpeg)
এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রদীপ ভান্ডারী বলেন, “ভারতের নেতারা যখনই বিদেশের মাটিতে যান, তখনই ভারতকে গালি দেন। রাহুল গান্ধীর দেশের বিরুদ্ধে কথা বলার ইতিহাস রয়েছে, এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর পদাঙ্ক অনুসরণ করছেন। এটা খুবই স্পষ্ট যে ইন্ডিয়া জোটের নেতারা দেশের অগ্রগতি ঘৃণা করেন এবং সাম্প্রদায়িক রাজনীতিতে কেবল ভোট ব্যাঙ্ককেই বিশ্বাস করেন। এই কারণেই তারা দেশের জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছেন, এবং তারা প্রত্যাখ্যাত হবেন, তা বাংলায় হোক বা আসন্ন ২০২৯ সালের লোকসভা নির্বাচন হোক। ভারত অগ্রগতি চায়, এবং অগ্রগতি মানে প্রধানমন্ত্রী মোদীর অধীনেই তা সম্ভব”।
#WATCH | Delhi: Regarding West Bengal CM Mamata Banerjee's UK visit and remarks at a college in England, BJP leader Pradeep Bhandari says, "Leaders of the INDI alliance abuse Bharat whenever they go on foreign soil. Rahul Gandhi has a history of speaking against the country, and… pic.twitter.com/VQmBKRgXkp
— ANI (@ANI) March 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us