BREAKING : পাকিস্তান সেনা কাপুরুষ ! বড় মন্তব্য করলেন বিজেপি নেতা রবিন্দর রায়না

কি বললেন বিজেপি নেতা রবিন্দর রায়না ?

author-image
Debjit Biswas
New Update
RAVINDER

নিজস্ব সংবাদদাতা -  এবার ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এক বড় মন্তব্য করলেন বিজেপি নেতা রবিন্দর রায়না। তিনি বলেন,''পাকিস্তান সেনা আসলে কাপুরুষ। সীমান্তে উত্তেজনার সময় তারা আমাদের জনবসতি, শহর ও গ্রামগুলিকে টার্গেট করেছে। পুঞ্চে গুরদোয়ারা, মসজিদের মৌলভি ও হিন্দু পরিবারের নিরীহ মানুষদের ওপর হামলা চালানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে।”

pak army(1)