তুঙ্গে সপা-কংগ্রেস সংঘাত, জোটে ভাঙন? 'এটা হওয়ারই ছিল', বলছে BJP

কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে সংঘাত চরমে উঠেছে।

author-image
SWETA MITRA
New Update
bjp chatt.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও কংগ্রেসের (Congress) মধ্যে রাজনৈতিক বাক বিতণ্ডা শুরু হয়েছে চরমে। আসন ভাগাভাগি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। I.N.D.I.A জোটে থাকা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অখিলেশ। দ্বিতীয় বার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তার প্রয়োজন রয়েছে বলে জানালেন তিনি। এদিকে কংগ্রেস ও সপার মধ্যেকার এহেন টানাপোড়েন নিয়ে বড় দাবি করল বিজেপি। কংগ্রেস নিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "এটা হওয়ারই ছিল। তারা বিজেপিকে পরাজিত করার চেষ্টা করছে এবং তাদের মধ্যে একে অপরের প্রতি কোনও সৌজন্য নেই। দেখতে থাকুন, একটি সুবিধাবাদী জোটে, স্বার্থপরতার সংঘর্ষ হওয়ার কথা ছিল এবং এটি ঘটেছে।" শুনুন তাঁর বক্তব্য...