/anm-bengali/media/media_files/lXWVXO34tapXwCi0YkKc.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃছত্তিশগড়ের নারায়ণপুরে বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে খুন হলেন বিজেপি নেতা রতন দুবে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান নকশালদের হাতে খুন হয়েছেন বিজেপি নেতা। এই বিষয়ে ছত্তিশগড়ের বিজেপির দায়িত্বে থাকা ওম প্রকাশ মাথুর বলেন, "রতন দুবে যখন একটি অভ্যন্তরীণ গ্রামে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন, তখন নকশালরা তাঁর ওপর হামলা চালায়। আমি দলীয় নেতা-কর্মীদের কাছে আবেদন জানাচ্ছি, আমরা নির্বাচনে জয়ী হয়ে এর প্রতিশোধ নেব। আমরা তার পরিবারের সঙ্গে আছি। টার্গেট কিলিং ক্রমাগত ঘটছে। এটি দেখায় যে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।"
#WATCH | BJP Chhattisgarh in charge, Om Prakash Mathur says, "While Ratan Dubey he was chairing a meeting with the party workers in an interior village, was attacked by the Naxals...I appeal to the party workers & leaders that we will take revenge for this by winning the… https://t.co/ibZF2HBsIXpic.twitter.com/N0aFGCuDvT
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) November 4, 2023
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us