/anm-bengali/media/media_files/IruIZ25cWsuliAUKnUaE.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো সোমবার তাদের দ্বিতীয় বৈঠক করতে চলেছে। তার আগে রবিবার রাতে বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিআই (এম)- এর সঙ্গে তৃণমূল লড়াই করছে, কিন্তু বিহারে তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবে, তারপর তারা সবাই বেঙ্গালুরুতে একত্রিত হয়ে আরও কৌশল তৈরি করবে। তাদের কৌশল কী? কংগ্রেস, সিপিআই (এম) এবং টিএমসির মধ্যে সম্পর্ক কী? এটি সুবিধার একটি জোট।"
#WATCH | Kolkata, West Bengal: BJP leader Rahul Sinha speaks on AAP to participate in 'Opposition Parties' meeting in Bengaluru, says, "TMC fighting with Congress and CPI (M) in West Bengal but having lunch with them in Bihar, then all of them will meet together in Bengaluru to… pic.twitter.com/A9pWrOccYh
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us