নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা প্রতুল শাহ দেও নেত্রী এবং অভিনেত্রী হেমা মালিনীর প্রতি কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার মন্তব্য সম্পর্কে করলেন কটাক্ষ।
![Sack Banna Gupta, order probe into incentive scam: Jharkhand BJP | The Avenue Mail](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/04/pratul.jpg)
তিনি বলেন, 'রণদীপ সুরজেওয়ালার মন্তব্য নারীদের প্রতি তার মানসিকতা দর্শায়। তাদের অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। এটা কংগ্রেসের মানসিকতা প্রকাশ করে। সোনিয়া গান্ধী কংগ্রেসের রাজমাতা, তা সত্ত্বেও তাঁরা এমন মন্তব্য করছেন। ইসিআইকে বিবেচনা করা উচিত। বিজেপি মহিলাদের অপমান সহ্য করবে না। অবিলম্বে মামলা করতে হবে'।
![Congress Continues Misogynistic Slurs: Surjewala Makes Sexist Remarks Against Hema Malini | VIDEO - Republic World](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/post_attachments/f3bec31fd2fd1eee47a360f3095d7cf04499387a13e1f7d396123d4c0124e36a.webp)
![Add 1](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/post_attachments/e3520cbc1dce70edae16c9fd7c30a59641b30d413f40ef4970b54b5cdd541df9.webp)