গণতন্ত্রে সবাই নির্বাচনকে উৎসব মনে করে! বিস্ফোরক BJP নেতা

শনিবার নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
vote 11.jpg

নিজস্ব সংবাদদাতা: শনিবার লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

election commission12.jpg

সেই বিষয়ে বিজেপি নেতা প্রদীপ পানিগ্রাহি বলেন, 'আমাদের গণতন্ত্রে সবাই নির্বাচনকে উৎসব মনে করে। সব রাজনৈতিক দল ও জনগণ এই নির্বাচনের তারিখের জন্য অপেক্ষা করছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে পুরো নির্বাচন পদ্ধতি ও যন্ত্রপাতি সেই অনুযায়ী কাজ করবে'।

votelok

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg