BREAKING : পহেলগাঁও হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করছে কংগ্রেস ! গর্জে উঠলেন বিজেপি নেতা

কি বললেন এই বিজেপি নেতা ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন,''সমগ্র দেশ এখন ঐক্যবদ্ধ। কিন্তু এই সময়ে কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় কিছু আপত্তিকর পোস্ট করছে এবং বিহারের আরজেডি দলও বিতর্কিত স্লোগান তুলছে।”

NITYANAND RAI

এরপর তিনি বলেন,''এখন কোনও রাজনীতি নয়। এখন সময় এসেছে দেশকে একত্রিত করে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলার।”