New Update
/anm-bengali/media/media_files/yK9CG5RlNky6hHb3ICLj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার (Odisha) কেওনঝড়ে চাঞ্চল্যকর ঘটনা। উদ্ধার হয়েছে এক পালাগানের এক মহিলা শিল্পীর মৃতদেহ। পালাগানের শিল্পী ছাড়াও তিনি বিজেপি (BJP) নেত্রী বলেও পরিচিত। বিজেপির একজন মণ্ডল সহ-সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। মৃত বিজেপি নেত্রীর নাম সত্যভামা সিং। কেওনঝড়ের পান্ডাপাড়া থানার বিনিদা গ্রামে তার দেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাথর মেরে হত্যা করা হয়েছে তাকে। ঠিক কী কারণে মৃত্যু সে ব্যাপারে এখনও ধোয়াঁশা রয়েছে। পালা গানের দলের সঙ্গে কোনো সমস্যার কারণে এই পরিণতি হয়ে থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us