৭০% নয় ৩০% কে সুরক্ষিত রাখতে চায় তৃণমূল ! এবার রাজ্য সরকারকে দুষলেন মুখতার আব্বাস নকভি

মুর্শিদাবাদের হিংসার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি।

author-image
Debjit Biswas
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তিনি বলেন, “তৃণমূল সরকার ৩০% নয়, বরং বাকি ৭০% মানুষ যাতে পালিয়ে যায়, সেটাই চায়।এটা কোনও রাজ্য বা দেশের ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়।”

Mukhtar Abbas Naqvi j1.jpg

 এরপর তিনি বলেন, “শাসকদল রাজ্যের শাসন ব্যবস্থাকে যারা লুটে নিচ্ছে, তাদেরই পাশে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে লুটেরারাই পুরস্কার পাবে, সুরক্ষা পাবে। যারা অন্যায় করছে, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে, সরকার তাদেরই রক্ষা করছে ও উৎসাহ দিচ্ছে।”