মুসলিমদের লুঠ, এলাকার সবচেয়ে বড় হিটলার ওয়াইসি! তোপ দাগলেন বিজেপি নেতা

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে আক্রমণ করলেন বিজেপি নেতা মহসিন রাজা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Asaduddin Owaisi

file pic

নিজস্ব সংবাদদাতাঃ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির 'হিটলার এরা' মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা মহসিন রাজা বলেন, "ওঁর নিজের এলাকা খতিয়ে দেখা দরকার। তিনি তার এলাকার সবচেয়ে বড় হিটলার। সবাই বলছে, সে মানুষের জমি ও সম্পত্তি দখল করেছে। তিনি নিজেও হিটলারের মতো আচরণ করেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মুসলিম সম্প্রদায় উন্নয়ন করছে এবং প্রকল্পগুলো থেকে সুবিধা পাচ্ছে। ওঁরা (কংগ্রেস) শুধু মুসলিমদের লুঠ করেছে। শুধু আসাদউদ্দিন ওয়াইসি হিন্দু-মুসলিম ইস্যু নিয়ে কথা বলছেন। অন্য কোনো মুসলমান এই নিয়ে কথা বলছে না।" 

ল্ককন

Add 1