BREAKING: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন ওয়াইসি ! হঠাৎ কেন এমন কথা বললেন হেভিওয়েট বিজেপি নেতা ?

ওয়াইসিকে কড়া আক্রমণ করলেন বিজেপি নেতা।

author-image
Debjit Biswas
New Update
Asaduddin Owaisi

নিজস্ব সংবাদদাতা: এবার এআইএমআইএম (AIMIM) পার্টির প্রধান আসাদউদ্দিন ওয়াইসির সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রেক্ষিতে তাকে বেনজির আক্রমণ করলেন বিজেপি নেতা গৌরব বল্লভ। তিনি বলেন,''বিহারের মানুষ এখন বুঝে গিয়েছেন যে ওয়াইসি এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন। উনি চান বিহারের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, তা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হোক। উনি চান দিল্লি থেকে পাঠানো সমস্ত অর্থ বিহারের উন্নয়নের জন্য নয়, বরং ওই অনুপ্রবেশকারীদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক। কিন্তু বিজেপি এবং বিহারের মানুষ সেটা কখনোই হতে দেবে না।"

gaurav_vallabh_23689426_85146832.jpg