নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা কবিন্দর গুপ্তা। তিনি বলেন,''গতকাল বিদেশ সচিব নিজেই জানিয়েছেন যে পাকিস্তানের ডিজিএমও-ই প্রথম অনুরোধ জানিয়েছিলেন, এরপরই সমঝোতা হয়। এই বিষয়ে আগামী ১২ই মে ফের আলোচনা হবে। আমাদের কাছে কাশ্মীর কোনও ইস্যুই নয়। পাক অধিকৃত কাশ্মীর (POK) আমাদেরই অংশ এবং পাকিস্তানকে সেটি ফেরত দিতে হবে।”
/anm-bengali/media/media_files/8a5BrxlPq2j4dsXLzZS0.jpg)
BREAKING : পাক অধিকৃত কাশ্মীর (POK) আমাদের, ফেরত দিক পাকিস্তান ! গর্জে উঠলেন হেভিওয়েট নেতা
কি বললেন এই হেভিওয়েট নেতা ?
নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা কবিন্দর গুপ্তা। তিনি বলেন,''গতকাল বিদেশ সচিব নিজেই জানিয়েছেন যে পাকিস্তানের ডিজিএমও-ই প্রথম অনুরোধ জানিয়েছিলেন, এরপরই সমঝোতা হয়। এই বিষয়ে আগামী ১২ই মে ফের আলোচনা হবে। আমাদের কাছে কাশ্মীর কোনও ইস্যুই নয়। পাক অধিকৃত কাশ্মীর (POK) আমাদেরই অংশ এবং পাকিস্তানকে সেটি ফেরত দিতে হবে।”