BJP-কে ধাক্কা দিয়ে দল বদলালেন দাপুটে নেতা

লোকসভা নির্বাচনের (Election) আগে ফের ধাক্কা খেল বিজেপি (BJP)। হল আরও একটি দল বদল। বিজেপি ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন প্রাক্তন পৌর কাউন্সিলর অনুভা মুঞ্জেরে।

author-image
Pritam Santra
23 May 2023
BJP-কে ধাক্কা দিয়ে দল বদলালেন দাপুটে নেতা

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের (Election) আগে ফের ধাক্কা খেল বিজেপি (BJP)। হল আরও একটি দল বদল। বিজেপি ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন প্রাক্তন পৌর কাউন্সিলর অনুভা মুঞ্জেরে। অনুভা বালাঘাটের (Balaghat) সাংসদ এবং পারসওয়াড়ার তিনবারের বিধায়ক কাঙ্কর মুঞ্জেরের স্ত্রী। বালাঘাটে হয়েছে এই দল বদল।