New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ভুবনেশ্বর পৌর কর্পোরেশনের (বিএমসি) অতিরিক্ত কমিশনার রত্নাকর সাহুর উপর হামলার ঘটনায়, ভুবনেশ্বরের ডিসিপি অফিসে আত্মসমর্পণ করলেন ওড়িশার বিজেপি নেতা জগন্নাথ প্রধান। এরপর, জগন্নাথ প্রধানকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।কমিশনারেট পুলিশ এই বিষয়ে জানিয়েছে।
Odisha | In the case of assault on Ratnakar Sahoo, Additional Commissioner of the Bhubaneswar Municipal Corporation (BMC), BJP leader Jagannath Pradhan Surrenders in the DCP office, Bhubaneswar. After that, Jagannath Pradhan has been arrested by the police. Till now, six people…
— ANI (@ANI) July 3, 2025