খেলা তো হোগা! নীতিশ কুমারকে নিয়ে বড় ইঙ্গিত দিলেন এই BJP নেতা

শুধু বিহার নয়, গোটা দেশের রাজনীতি জুড়ে এই মুহূর্তে আলোচনায় সেখানকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবার তাঁকে নিয়ে বড় ইঙ্গিত দিলেন বিহারের এক বিজেপি নেতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
nitish bihar.jpg

নিজস্ব সংবাদদাতা: বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপি নেতা হরি সাহনি বলেন, 'খেলা তো হোগা...যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে (বিহারে), তাতে কিছু ফল আসবেই। কবে সেই ফল প্রকাশ্যে আসবে তা বলা যাচ্ছে না'।