/anm-bengali/media/media_files/2025/10/29/screenshot-2025-10-29-11-pm-2025-10-29-22-41-46.png)
নিজস্ব সংবাদদাতা: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘নাচ’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে। এ বিষয়ে বিজেপি নেতা গৌরব বল্লভ কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাহুল গান্ধী নিজের আসন্ন পরাজয় দেখে হতাশ, তাই তিনি অপমানজনক ভাষা ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কিছুদিন পর হয়তো তিনি প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধেও অশালীন মন্তব্য করবেন।” তিনি আরও বলেন, “অভিশাপ ও অপমান এখন কংগ্রেস ও আরজেডি-র রাজনীতির অংশ। এটাই সেই ‘জঙ্গল রাজ’ যেটা মানুষ আর চায় না।”
/anm-bengali/media/post_attachments/3b7c8607-c14.png)
গৌরব বল্লভের দাবি, বিজেপি বিহারের উন্নয়ন, মখানা বোর্ড গঠন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিয়ে কাজ করছে। তিনি কটাক্ষ করে বলেন, “রাহুল গান্ধী ও আরজেডি যদি ক্ষমতায় আসে, তারা ওয়াকফ বোর্ড বিল ছিঁড়ে ফেলবে, সিএএ ও এনআরসি বাতিল করবে—আর দাবি করবে জনগণের চেয়ে বেশি চাকরি দেবে! এটা আসলে পরাজয়ের হতাশা ছাড়া কিছুই নয়।” তিনি উপসংহারে বলেন, “কংগ্রেস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরাজয়ের দিকে এগোচ্ছে, তাদের বিধায়কের সংখ্যা এবার এক অঙ্কেই থেমে যাবে।”
#WATCH | Delhi | On Lok Sabha LoP Rahul Gandhi's 'Dance' dig at PM Modi, BJP leader Gaurav Vallabh says, "... Rahul Gandhi is frustrated seeing his biggest defeat to come. And in his frustration, he is using abusive language against the Prime Minister. In a few days, he may use… pic.twitter.com/86aifrCs2b
— ANI (@ANI) October 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us