BREAKING : এখনও অনেক কিছু বাকি ! জাতিগত জনগণনা নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি ?

author-image
Debjit Biswas
New Update
G Kishan Reddy

নিজস্ব সংবাদদাতা : এবার জাতিগত জনগণনা নিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। তিনি বলেন,''এটা তো শুধু শুরু, এখন এই বিষয়টি সংসদে আসবে। আমরা এখন সরকারে আছি, কী করতে হয়, তা ভালোভাবেই জানি। রাহুল গান্ধী বা রেভন্থ রেড্ডির কথা শোনার কোনও প্রয়োজন নেই আমাদের।"

RAHUL GANDHI