BREAKING: সন্ত্রাসবাদ প্রসঙ্গে এবার বড় বার্তা দিলেন বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ !

কি বললেন বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ ?

author-image
Debjit Biswas
New Update
3f9rrnv4_bansuri-swaraj_625x300_02_March_24

নিজস্ব সংবাদদাতা : এবার বিদেশের মাটিতে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বড় বার্তা দিলেন বিজেপি নেত্রী বাঁশুরি স্বরাজ। তিনি বলেন,''সন্ত্রাসবাদ বর্তমানে শুধুমাত্র নির্দিষ্ট কোনও একটি এলাকার সমস্যা নয়। তাই বর্তমানে সারা বিশ্বের উচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়ানো। পহেলগাঁও-এ ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলা ছিল মানবতার এক নির্মম হত্যার সমান।” নিজের বক্তব্যের মাধ্যমে সারা বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হওয়ার বার্তা দেন তিনি। 

bansuri swaraj.JPG