/anm-bengali/media/media_files/UGS4F0147yypSEMD8EqO.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা অর্জুন মুন্ডা এবার UCC নিয়ে বার্তা দিলেন। তিনি বলেছেন, "এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে উপজাতিরা UCC দ্বারা প্রভাবিত হবে না। তাদের অধিকার সুরক্ষিত হবে৷ এবার আমরা (বিজেপি) খুব ভালো পারফর্ম করব।”
/anm-bengali/media/post_attachments/1456a476-6f6.png)
উল্লেখ্য, ঝাড়খণ্ডে নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আগামী ১৩ ও ২০ নভেম্বর ঝাড়খণ্ডে নির্বাচন রয়েছে। বিধানসভা নির্বাচনে এবার ঝাড়খণ্ডে বিজেপি নিজেদের জয়ের বিষয়ে ব্যাপক ভাবে আশাবাদী। এখন দেখার ঝাড়খণ্ডের বাসিন্দারা জেএমএম সরকারকে পুনরায় বেছে নেয় নাকি, বিজেপি ঝাড়খণ্ডে গদি বদল করতে সক্ষম হয়? এই উত্তর জানা যাবে ২৩ নভেম্বর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর।
#WATCH | Chaibasa, Jharkhand | BJP leader Arjun Munda says, "It has been clearly stated that Tribals will not be affected by UCC. Their rights will be protected...This time We (BJP) will perform very well." pic.twitter.com/8AHtofFgOY
— ANI (@ANI) November 4, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us