নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ২৬০০০ শিক্ষকদের চাকরি বাতিল মামলায় রাজ্য সরকারকে সাময়িক স্বস্তি দিয়েছে শীর্ষ আদালত। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফের একহাত নিলেন বিজেপি নেতা অমিত মালব্য। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,'' মমতা ব্যানার্জি আপনি যতই এমনটা দেখানোর চেষ্টা করুন না কেন, যে সবকিছুই ঠিক আছে। আসলে বাস্তব হচ্ছে এটাই যে কিছুই ঠিক নেই।''
/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
তিনি দাবি করেন যে, ''শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, শুধু যোগ্য শিক্ষকরাই ৯ থেকে ১২ শ্রেণির পড়ুয়াদের স্বার্থে ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারবেন। তবে, কোনও অযোগ্য শিক্ষক বা অশিক্ষক কর্মচারী আর তাদের পদে থাকতে পারবেন না। আদালত পশ্চিমবঙ্গ সরকার, শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনকে ৩১শে মে’র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন ও প্রতিশ্রুতি-সহ হলফনামা জমা দিতে বলেছে। এই নিয়োগ প্রক্রিয়া ৩১শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, যারা আপাতত পড়াচ্ছেন, তাদের নতুন নিয়োগে কোনওরকম কোনও সুবিধা দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই "কুশাসন", ২৬,০০০ তরুণ-তরুণীর ভবিষ্যত নষ্ট করেছে''