নিজস্ব সংবাদদাতা : ফের একবার নিজের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে একটি বিস্ফোরক টুইট করলেন বিজেপি নেতা অমিত মালব্য। এবার নিজের একটি টুইটের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুললেন তিনি। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, ''পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারি লেটারহেড ব্যবহার করে যাবতীয় প্রশাসনিক ব্যর্থতার দায় রাজ্যের প্রধান বিরোধী দল ও একটি অরাজনৈতিক সংগঠনের ওপর চাপিয়েছেন। কিন্তু এদিকে তার নিজের পুলিশ বাহিনীই, মুর্শিদাবাদের হিন্দু বিরোধী হিংসার জন্য 'বাইরের শক্তিকে' দায়ী করা তার দাবিকে, সম্পূর্ণ খণ্ডন করেছে। সম্প্রতি তিনি "আগে নাম বলিনি, কিন্তু এখন বলছি" এই বাক্য বারবার ব্যবহার করে বিরোধীদের নিশানা করেছেন, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও নানান সময় নিশানা করেছেন।
/anm-bengali/media/media_files/9WHwY7OvtrhbQsHk0fOM.jpg)
খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডেও মমতার একই ধরনের আচরণ দেখা গিয়েছিল, যেখানে কোনও প্রমাণ ছাড়াই তিনি আরএসএসকে দোষারোপ করেছিলেন। এখন প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করবেন, যখন তদন্তের দায়িত্বে রয়েছেন তার নিজের সরকারেরই শীর্ষ অফিসাররা ? মুর্শিদাবাদে হিংসার আগেই পুলিশ মিছিলের খবর জানত, তবুও কেন কোনও আগাম ব্যবস্থা নেওয়া হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে জনগণকে বারবার বিভ্রান্ত করছেন। এখনই তার এই বিষয়ে জবাবদিহি করে পদত্যাগ করা উচিৎ।''