/anm-bengali/media/media_files/zVJrXcmz39hJSNtKyZDl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার বিহার সরকারের (Bihar Government) বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা অমিত মালব্য। আজ শুক্রবার তিনি টুইটারে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে, ক্লাসরুমের মধ্যে কয়েকজন পড়ুয়া ছাতা মাথায় বসে আছেন। ঘটনাটি বিহারের বলে দাবি করেছেন বিজেপি নেতা। অমিত মালব্য (Amit Malviya) লেখেন, ‘বিহারের সরকারি স্কুলগুলির অবস্থা এমনই যে বর্ষার দিনগুলিতে বাচ্চাদের ছাতা নিয়ে শ্রেণি কক্ষে বসতে হয়। একদিকে বিহারের শিক্ষামন্ত্রী রামচরিত মানস আলোচনা করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশবাবু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, অন্যদিকে বিহারের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। নেই শিক্ষা, নেই কর্মসংস্থান। আছে শুধু লুটপাট, গুন্ডামি ও দুর্নীতি।‘
बिहार के सरकारी स्कूलों की हालत ये है कि बरसात के दिनों में बच्चों को क्लास में छाता लगाकर बैठना पड़ रहा है।
— Amit Malviya (@amitmalviya) August 18, 2023
एक तरफ़ बिहार के शिक्षा मंत्री राम चरित मानस की विवेचना कर रहे हैं और मुख्यमंत्री नीतीश बाबू प्रधानमंत्री बनने का सपना देख रहे हैं, दूसरी तरफ़ बिहार में शिक्षा व्यवस्था… pic.twitter.com/vf5KYHLW5j
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us