/anm-bengali/media/media_files/2025/07/03/screenshot-2025-07-03-11m-2025-07-03-23-00-57.png)
নিজস্ব সংবাদদাতা: কাঁভার যাত্রা ঘিরে নামফলক বিতর্কে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুললেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা। বুধবার তিনি বলেন, “বিজেপি দেশে বিভাজনের রাজনীতি করছে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে ঘৃণা ছড়ানোই তাদের উদ্দেশ্য।”
উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “দেখা যাক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিগুলি কীভাবে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ গড়ে তোলে এবং উত্তরপ্রদেশ সরকারের মোকাবিলা করে।”
প্রসঙ্গত, কাঁভার যাত্রীদের জন্য কিছু জায়গায় লাগানো নামফলক ঘিরে সম্প্রতি রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে, যেখানে স্থানীয় মুসলিম নাম বা পরিচিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতেই বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন ডি রাজা।
#WATCH | Delhi: On the Kanwar Yatra 'nameplate' row, CPI General Secretary D Raja says, "The BJP is pursuing the politics of polarisation... BJP is spreading hatred, trying to divide the people on the basis of religion. Let us see how the secular democratic forces are going to… pic.twitter.com/imvMWcdHkt
— ANI (@ANI) July 3, 2025