প্রার্থী তালিকা প্রকাশের পর সমালোচনার মুখে বিজেপি

কর্ণাটক নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পর সমালোচনার মুখে বিজেপি। কর্ণাটকের বেলাগাভির রামদুর্গ আসনে বিজেপি বিধায়ক মহাদেবপ্পা ইয়াদাওয়াদের টিকিট না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখান তাঁর সমর্থকরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ওহকস্ব

নিজস্ব সংবাদদাতাঃ  ভোটের এক মাসেরও কম সময়ে দক্ষিণ ভারতে একমাত্র শাসক দলের ভূমিকায় থাকা রাজ্যে প্রথম দফার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছে বিজেপি। জানা গিয়েছে, কর্ণাটকের বেলাগাভির রামদুর্গ কেন্দ্রে বিজেপি বিধায়ক মহাদেবপ্পা ইয়াদওয়াদের সমর্থকরা তাঁকে টিকিট না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখান। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া চিক্কা রেওয়ানা এই কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন।