মুখ্য়মন্ত্রীর 'মিথ্যা' ফাঁস করে দিল বিজেপি!

আবর্জনার পাহাড়! আপ বনাম বিজেপি। এবার মুখ্যমন্ত্রীর পর্দাফাঁস বিজেপির।

author-image
Pallabi Sanyal
New Update
adsxads

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী! ল্যান্ডফিলের আকার কমানো দূর, দিল্লিতে আবর্জনার নতুন পাহাড় তৈরি করেছে আপ সরকার! গাজিপুর ল্যান্ডফিল সাইট পরিদর্শনের পর অরবিন্দ কেজরিওয়ালকে এক হাত নিলেন দিল্লি বিজেপির রাজ্য সভাপতি  বীরেন্দ্র সচদেবা। রাজ্যের মুখ্যমন্ত্রীর গাজিপুর ল্যান্ডফিলের আকার কমানোর দাবির পাল্টা তিনি বলেন, "আমরা সংখ্যার ভিত্তিতে সবকিছু বলছি। যখন অরবিন্দ কেজরিওয়ালের নগর নিগম দিল্লিতে এসেছে, গত ৮ মাসে আবর্জনার একটি নতুন পাহাড় তৈরি হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল মিথ্যা বলছেন যে তারা গাজিপুর ল্যান্ডফিলের আকার কমিয়ে দিচ্ছে।"

প্রসঙ্গত, সকাল থেকেই আবর্জনা ও স্বচ্ছতার ইস্যুতে বিজেপি বনাম আপের বাক যুদ্ধ
 চলছে।  ভালসওয়া ল্যান্ডফিল সাইট পরিদর্শন করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন যে ''আমরা দিল্লির জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা দিল্লিতে থাকা আবর্জনার পাহাড় অপসারণ করব। আমরা দিনরাত এই কাজে নিয়োজিত। আজ আমি ব্যক্তিগতভাবে ভালসওয়া ল্যান্ডফিল সাইট পরিদর্শন করেছি এবং আমি জানাতে পেরে খুশি যে কাজটি লক্ষ্যের চেয়ে দ্রুত এগিয়ে চলেছে।'' কেজরি আরো বলেন, ''লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের এখান থেকে এখন পর্যন্ত ১৪ লাখ টন আবর্জনা অপসারণ করতে হয়েছে, এখনও পর্যন্ত ১৮ লাখ টন আবর্জনা অপসারণ করেছি। লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৪ সালের মে মাসের মধ্যে আমাদের ৩০ লাখ টন আবর্জনা অপসারণ করতে হবে, যেখানে আমরা ৪৫ লাখ টন আবর্জনা অপসারণ করব। এটি অপসারণ হলে ৩৫ একর জমি মুক্ত হয়ে যাবে।কিন্তু এখানে মোট আবর্জনা রয়েছে ৬৫ লাখ টন। কিছুদিন পর এ কাজের জন্য আরেকটি এজেন্সিও নিয়ে আসছেন তারা।দিল্লির অন্যান্য ল্যান্ডফিল সাইটেও কাজ চলছে দ্রুত গতিতে। আমি আগামী সপ্তাহে সেখানে পরিদর্শন করব।''

hiren