BIHAR ELECTION: বোরখা পরিহিত ভোটারদের বিশেষভাবে পরিচয় যাচাইয়ের দাবি জানাল বিজেপি ! ‘রাজনৈতিক চাল’ বলে কটাক্ষ করলো RJD

কেন এই দাবি করলো বিজেপি ?

author-image
Debjit Biswas
New Update
hijab3.jpg

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আজ নির্বাচন কমিশনের (EC) কাছে,ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে বোরখা পরিহিত মহিলা ভোটারদের, তাঁদের ভোটার পরিচয়পত্রের (Voter ID) ছবির সঙ্গে সঠিকভাবে যাচাই করা হোক। বিজেপির এই দাবির প্রতিক্রিয়ায় বিরোধী দল আরজেডি (RJD) এই বিষয়টিকে বিজেপির 'রাজনৈতিক চাল' বলে অভিহিত করেছে।

hijab.jpg

আজ শনিবার বিজেপি নির্বাচন কমিশনের কাছে দুটি প্রধান দাবি জানিয়েছে: ১. বিজেপি অনুরোধ করেছে যে, আসন্ন বিধানসভা নির্বাচন যেন এক বা দুটি দফায় সম্পন্ন করা হয়। ও ২. বিজেপি নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলেছে যে, ভোটদানের সময় বোরখা পরিহিত মহিলাদের পরিচয় যেন ভোটার আইডি কার্ডের ছবির সঙ্গে যথাযথভাবে মিলিয়ে দেখা হয়। বিজেপি মনে করে, এই যাচাই প্রক্রিয়া ভোটের স্বচ্ছতা বজায় রাখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।