New Update
/anm-bengali/media/media_files/DTg41ApxX8xns3jCt6mV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনের আবহে বড় সিদ্ধান্ত নিল বিজেপি (BJP)। ছত্তিশগড়ের পান্ডারিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ভাবনা বোহরার নাম ঘোষণা করেছে বিজেপি আজ বুধবার। এদিকে বিজেপির এহেন সিদ্ধান্তের জেরে চমকে গিয়েছেন সকলে। ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য বুধবার আরও একজনের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। বিজেপির প্রকাশিত তৃতীয় তালিকায় পান্ডারিয়া বিধানসভা কেন্দ্রের জন্য কেবল ভাবনা বোহরাকে প্রার্থী করা হয়েছে। এভাবেই প্রথম দফায় সব কটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।
BJP declares Bhavna Bohra as a candidate for the Pandariya Assembly seat in Chhattisgarh. pic.twitter.com/NwycPEkSJP
— ANI (@ANI) October 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us