BREAKING: মুখ্যমন্ত্রী নিজেও এই দুর্নীতিতে জড়িত ! কোন প্রসঙ্গে এই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি

কেন এই মন্তব্য করলেন বিজেপি সভাপতি ?

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন, ঝাড়খণ্ড বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি। তিনি বলেন,''বিনয় চৌবে ও গজেন্দ্র সিং ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন।  এটা এখন স্পষ্ট যে তাঁরা তাঁদের পদমর্যাদার অপব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রী নিজেও এই দুর্নীতিতে জড়িত।”

babulall marandii1.jpg

এরপর তিনি বলেন,''যদি মুখ্যমন্ত্রী সত্যিই এই পুরো ঘটনার সৎভাবে তদন্ত চান, তবে পুরো মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেওয়া উচিত।”