বছর ঘুরলেই ২৪-এর ভোট, বৈঠকে বসছেন মোদী, অমিত শাহ

আগামী বছরের লোকসভা নির্বাচন ২০২৪-এর জন্য দেশের সমস্ত রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করেছে। গত দু'টি সাধারণ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর কংগ্রেস কি এবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে? ফের কি ক্ষমতায় ফিরছে বিজেপি?

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর আসন্ন এই নির্বাচনকে পাখির চোখ করে স্ট্র্যাটেজি ঠিক করতে দফায় দফায় বৈঠক করেই চলেছে বিজেপি (BJP)-র কেন্দ্রীয় নেতৃত্ব। এবার জানা যাচ্ছে, আরও এক দফায় বৈঠক হতে চলেছে বিজেপির। আগামী১৬আগস্টবিজেপিরকেন্দ্রীয়নির্বাচনকমিটিরবৈঠকহবেদলেরসদরদফতরে।বৈঠকেপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী, দলেরসভাপতিজেপিনাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহ, প্রতিরক্ষামন্ত্রীরাজনাথসিংসহ১৫জননির্বাচনকমিটিরসদস্যউপস্থিতথাকবেন।