বিহার ভোটগণনার আগে ২০০+ আসনের দাবি বিজেপি প্রার্থী নীতিন নবীনের

“এনডিএর আসনসংখ্যা ২০১০ সালের কাছাকাছি হবে, সরকার গঠন নিশ্চিত”— আরজেডিকে তুলোধোনা করে মন্তব্য নীতিন নবীনের।

author-image
Aniket
New Update
breaking new 2


 

নিজস্ব সংবাদদাতা: ভোটগণনার ঠিক আগে ব্যাংকিপুর থেকে বিজেপি প্রার্থী এবং বিহারের মন্ত্রী নীতিন নবীন এনডিএর বিপুল জয়ের দাবি করলেন। তিনি বলেন, “আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে এইবার এনডিএর আসনসংখ্যা ২০১০ সালের নির্বাচনের কাছাকাছি পৌঁছবে। এনডিএ-ই সরকার গঠন করতে যাচ্ছে… আমরা ২০০টির বেশি আসন পাব।”

আরজেডিকে আক্রমণ করে তিনি আরও বলেন, “ওরা এখনও ‘জঙ্গলরাজ’-এর মানসিকতা ছাড়তে পারেনি। আরজেডি হলো ‘জঙ্গলরাজ’-এর প্রতীক।”