ভারতীয় রাজনীতির 'নটওয়ারলাল', মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বৈঠক নিয়ে ফের কটাক্ষ করল বিজেপি (BJP)। আজ বৃহস্পতিবার আম আদমি পার্টিকে আক্রমণ করে বিজেপি।

author-image
SWETA MITRA
New Update
bjps.jpg


নিজস্ব সংবাদদাতাঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বৈঠক নিয়ে ফের কটাক্ষ করল বিজেপি (BJP)। আজ বৃহস্পতিবার আম আদমি পার্টিকে আক্রমণ করে বিজেপি। কেজরিওয়ালকে ভারতীয় রাজনীতির 'নটওয়ারলাল' আখ্যা দেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। এর পাশাপাশি লালু যাদবের বিরুদ্ধে কেজরিওয়ালের পুরানো টুইটের উদ্ধৃতি দিয়ে বিজেপির মুখপাত্র বলেন, "কেজরিওয়াল আদর্শের সর্বাধিক ইউ-টার্ন দেখিয়েছেন। তিনি আন্না হাজারেকে অনুসরণ করতে শুরু করেছিলেন এবং এখন তিনি লালুকে অনুসরণ করছেন।"