BREAKING: বিজেপির (BJP) সাথে মিশে যেতে চলেছে বিআরএস (BRS) ! তীব্র চাঞ্চল্য দিল্লির রাজনীতিতে

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
BJP Flag

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিআরএস (BRS) নেত্রী কে. কবিতা দাবি করেছেন যে,''বিআরএস (BRS) কে বিজেপিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে।'' আর এবার এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন বিজেপি সাংসদ ইটেলা রাজেন্দার। তিনি বলেন,''বিজেপি একটি গণতান্ত্রিক দল। এখানে যেকোনও সিদ্ধান্ত বিস্তারিত আলোচনার মাধ্যমে সকল স্তরে নেওয়া হয়, হঠাৎ করে নয়।” যদিও তার এই মন্তব্যকে ঘিরে তেলেঙ্গানার রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

kkavitha