নিজেকে শ্রী রামের সঙ্গে তুলনা করলেন BJP সাংসদ

মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত কায়সারগঞ্জের  বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) ফের একবার এই ইস্যুতে মুখ খুললেন।

author-image
Pritam Santra
23 May 2023
নিজেকে শ্রী রামের সঙ্গে তুলনা করলেন BJP সাংসদ

নিজস্ব সংবাদদাতাঃ মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত কায়সারগঞ্জের  বিজেপি (BJP) সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) ফের একবার এই ইস্যুতে মুখ খুললেন। নিজের নির্বাচনী এলাকার ধনিগঞ্জ বনধের এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি নিজেকে পুরুষোত্তম শ্রীরামের সঙ্গে তুলনা করেন। ব্রিজ ভূষণ মহিলা কুস্তিগীরদের মন্থরা হিসাবে বর্ণনা করেছিলেন যারা প্রতিবাদ করছিলেন। "মন্থরা রামকে ১৪ বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছিলেন...আমি মনে করি ঈশ্বর আমার জন্য আরও কিছু কাজ নির্ধারণ করেছেন। যা অভিযোগ করা হয়েছে তা হতে পারে না। মানুষ এ ধরনের কথা শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছে।"