New Update
/anm-bengali/media/media_files/2025/06/26/bjp-flag-2025-06-26-22-01-18.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিহার নির্বাচনের আগেই ফের একবার ইন্ডি জোটে বড় ভাঙ্গন ধরালো বিজেপি। আজ ইন্ডি জোটের অন্যতম সদস্যদল ভিআইপি (VIP - Vikasheel Insaan Party) পার্টির রাজ্য মুখপাত্র, একজন জেলা পরিষদ সদস্য এবং এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান-সহ শত শত কর্মী-সমর্থক আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল (Dilip Jaiswal) তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন এবং দলীয় সদস্যপদের শপথ বাক্য পাঠ করিয়ে স্বাগত জানান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/29/0qd3KSU6Us9WrR7Pi56K.jpeg)
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল জানান,''এই যোগদান প্রমাণ করে দিল যে বিহারের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং নীতিতে বিশ্বাসী।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us