'কেজরীওয়াল-মহুয়া দু’নম্বরি', সকাল সকাল খোঁচা বিজেপির

কেজরীওয়াল-মহুয়াকে আক্রমণ বিজেপির।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ আজ একসঙ্গে দুই বিরোধী নেতা প্রশ্নের মুখে পড়বেন। আবগারি নীতি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল-কে তলব করেছে ইডি। অন্যদিকে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও আজ লোকসভার এথিক্স কমিটির সামনে হাজিরা দেবেন ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের তদন্তে। দুই অন্যতম বিরোধী নেতার একইদিনে হাজিরা নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করা শুরু করেছে বিজেপি। সাংসদ নিশিকান্ত দুবে, যিনি মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনেছেন। নিশিকান্ত দুবে বলেন, "দুই নম্বরি দুইজন ২ নভেম্বর অর্থাৎ আজ নিজেদের পেশ করবেন।"

hire