New Update
/anm-bengali/media/post_banners/4cZT5wSoyHJepKAtOzxA.jpg)
নিজস্ব সংবাদদাতা : জ্বালানির মূল্যবৃদ্ধি, মুডা জমি দুর্নীতি সহ একাধিক বিষয়কে কেন্দ্র করে আজ বেঙ্গালুরুতে প্রবল বিক্ষোভ প্রদর্শন করলেন কর্ণাটকের বিজেপি সমর্থকরা। যারফলে ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো কর্ণাটকের রাজনৈতিক পরিবেশ। রাজ্যের নানান দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা, ও মুডা স্ক্যামকে কেন্দ্র করেই এই বিক্ষোভ প্রদর্শন করেন কর্ণাটকের বিজেপি সমর্থকরা। এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে কর্ণাটকের বিজেপি নেতারা বলেন, ''কংগ্রেস সরকার জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। যারফলে আমরা এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি।''
#WATCH | Bengaluru: BJP leaders carry out a protest march against Congress govt in Karnataka. https://t.co/nZQkTaNHcepic.twitter.com/rsmjxZ18a2
— ANI (@ANI) March 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us