/anm-bengali/media/media_files/R2wrEUli3JlJTePgq3Nn.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ সূত্রে খবর, কর্ণাটক বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আর অশোককে নিয়োগ করল বিজেপি। কর্ণাটকের নবনিযুক্ত বিরোধী দলীয় নেতা আর অশোক বলেছেন, 'আমাকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। লোকসভা নির্বাচনে রাজ্যের ২৮টি আসনের সবকটিতেই জিতবে বিজেপি।'
#WATCH | BJP appoints R Ashok as Leader of Opposition in Karnataka Assembly
— ANI (@ANI) November 17, 2023
"It was a unanimous choice. He is a senior leader. I congratulate him. I am very happy," says BJP leader & former CM Basavaraj Bommai in Bengaluru. pic.twitter.com/VfHfQKToKQ
কর্ণাটক বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আর অশোককে নিয়োগ করার বিষয়ে বেঙ্গালুরুতে বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, "এটা ছিল সর্বসম্মত সিদ্ধান্ত। তিনি একজন সিনিয়র নেতা। আমি তাকে অভিনন্দন জানাই। আমি খুব খুশি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us