New Update
/anm-bengali/media/media_files/DI3uJEtMcL6nyanZdTjG.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবার এক বড় দাবি করলো বিজেপি। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে তামিলনাড়ু বিজেপির সভাপতি কে. আন্নামালাই (K. Annamalai) এই ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেন। এরপর তিনি বলেন,'' বিজেপি এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবে। প্রতিটি নিহতের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে বিজেপির পক্ষ থেকে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/nCrWSNR4FhyxU3LbCVNK.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us