নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেডি নেতা অমর পট্টনায়ক

বিজেডি নেতা অমর পট্টনায়ক।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-21 11.00.11 PM

নিজস্ব সংবাদদাতা: ভারতের নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে কড়া মন্তব্য করলেন বিজু জনতা দল (বিজেডি) নেতা অমর পট্টনায়ক। তিনি বলেন, “ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। দেশে মুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করানোই কমিশনের মূল দায়িত্ব। রাজনৈতিক দলগুলিকে হলফনামা জমা দিতে বলার পরিবর্তে নির্বাচন কমিশনকেই জনগণ ও আদালতের কাছে হলফনামা দিতে হবে যে কোনও ধরনের ভুয়ো ভোট হয়নি।”

তিনি আরও জানান, ফর্ম ১৭এ–তে প্রতিদিনের ভোটদানের ভিত্তিতে প্রকৃত তথ্য থাকে। এর মাধ্যমেই বোঝা সম্ভব, একজন ভোটার যদি দ্বৈতভাবে তালিকাভুক্ত হয়ে থাকেন, তবে তিনি দু’বার ভোট দিয়েছেন কি না, অথবা কোনও ভুয়ো ভোট হয়েছে কি না। অমর পট্টনায়কের দাবি, “নির্বাচন কমিশনকে এই তথ্য জনসমক্ষে আনতেই হবে।” রাজনৈতিক মহলের মতে, বিজেডি নেতার এই মন্তব্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিতে পারে।