রাজ্যসভা নির্বাচনঃ বিজেপি প্রার্থীকে সমর্থন করল বিজেডি

ফের বিজেপিকে সমর্থনের কথা জানিয়ে দিল বিজেডি।

author-image
Aniruddha Chakraborty
New Update
ashwini.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার অর্থাৎ আজ ওড়িশার আসন্ন রাজ্যসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি৷ ক্ষমতাসীন বিজেডি বৈষ্ণবের প্রার্থীকে সমর্থন করার ঘোষণা দিয়েছে৷ গতবারের মতোই দুই দলের মধ্যে মৌন বোঝাপড়ার ইঙ্গিত দিয়েছে তারা৷

প্রসঙ্গত, বিজু জনতা দল রাজ্যসভায় তাদের প্রার্থী হিসাবে দেবাশিস সামন্তরায় এবং শুভাশিস খুন্তিয়ার নাম ঘোষণা করেছিল।

v

ওড়িশা বিধানসভায় এই আসনে জেতার মতো সংখ্যা বিজেপির নেই। বিজেডি তাদের সমর্থনের কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে, আসন্ন রাজ্যসভা নির্বাচনে বৈষ্ণবের জয় একটি পূর্বনির্ধারিত উপসংহার।

স্ব

এটি ওড়িশায় ২০১৯ সালের রাজ্যসভা নির্বাচনের পুনরাবৃত্তি কারণ বৈষ্ণবকে আঞ্চলিক দলের আন্তরিক সমর্থন নিয়ে উচ্চকক্ষে প্রেরণ করা হয়েছিল।

স

বুধবার অর্থাৎ আজ এক বিবৃতিতে বিজেডি সভাপতি তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেন, "বিজু জনতা দল (বিজেডি) ২০২৪ সালের রাজ্যসভার আসন্ন নির্বাচনে রাজ্যের রেল ও টেলিকম উন্নয়নের বৃহত্তর স্বার্থে, কেন্দ্রীয় রেল, যোগাযোগ ও তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে প্রার্থী করাকে সমর্থন করবে।" 

স